ফিটনেস পরীক্ষায় নেই মাশরাফি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে হলে আগে উতরাতে হবে ফিটনেস পরীক্ষায়, ক্রিকেটারদের এই বার্তা আগেই দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া দুদিনব্যাপী এই ফিটনেস পরীক্ষার জন্য ১১৩ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। সেই তালিকায় নেই বাংলাদেশকে সবশেষ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মর্তুজার নাম!
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে মার্চের প্রথম সপ্তাহে সিরিজের শেষ ওয়ানডেটি খেলার পর মাশরাফি ১৬ মার্চ মাঠে নেমেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। করোনার কারণে ওই ম্যাচের পরই বন্ধ হয়ে যায় আসরটি। সেটি এখন পর্যন্ত আর মাঠে ফেরেনি। তবে শ্রীলঙ্কা সফর ভেস্তে যাওয়ার পর দীর্ঘ সাত মাসের বিরতি শেষে ঘরোয়া ক্রিকেটে মাঠে ফিরেয়েছে বিসিবি। অক্টোবরেই হয়ে গেছে তিন দলের ৫০ ওভারের টুর্নামেন্টে প্রেসিডেন্টস কাপ। ওই আসরটিতে খেলার সুযোগ হয়নি মাশরাফির। তাকে বাইরে রেখেই দল গড়েছিলেন নির্বাচকরা।
করোনাকালে লম্বা সময় মাঠের বাইরে তো বটেই, অনুশীলনেরও বাইরে ছিলেন মাশরাফি। মাঝে আবার তিনি নিজেই আক্রান্ত হয়েছিলেন করোনায়। তাকে বাদ দেওয়ার পেছনে তখন ফিটনেস ইস্যুকেই সামনে টেনেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাশরাফি তাতে নাকি ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ, বিসিবির ব্যবস্থাপনায় ক্রিকেটাররা যে ব্যক্তিগত অনুশীলন করেছেন, সেটাতে নড়াইল এক্সপ্রেসকে ডাকা হয়নি। বিসিবি থেকে তার সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি। মাশরাফি অবশ্য নিজে থেকেও যোগাযোগ করেননি। তাই তার মাঠে ফেরার অপেক্ষাটা দীর্ঘায়িত হয়েছে।
প্রেসিডেন্টস কাপের সময়ই বিসিবির তরফ থেকে জানানো হয়েছিল, ফিট থাকলে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন মাশরাফি। তা হলে ফিটনেস টেস্টের জন্য খেলোয়াড়দের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে সফল অধিনায়কটির নাম কেন নেই? আসলে এখানে বাদ সেধেছে তার হ্যামস্ট্রিং ইনজুরি। ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে রানিং করতে গিয়ে কিছুদিন আগে চোট পেয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। সেই চোট এখনও সারেনি। আসলে চিকিৎসাই করাতে পারেননি তিনি। কারণ তার ছেলে এবং মেয়ে করোনায় আক্রান্ত, সে কারণে মাশরাফি নিজেও আছেন কোয়ারেন্টাইনে।
মূলত হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণেই মাশরাফিকে ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়নি। তবে তিনি চোট কাটিয়ে উঠলেই তার ফিটনেস বিবেচনায় নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। একই সুরে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও, ‘মাশরাফির হ্যামস্ট্রিংয়ে চোট আছে। তাই ওকে ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়নি। আমরা যতদূর জানি ও ডিসেম্বরের আগে ফিট হবে না। ফিট হলেই ওকে আমরা ডাকব। আশা করছি, খুব শিগগিরই ওর ইনজুরির চূড়ান্ত প্রতিবেদন পেয়ে যাব। তার ওই অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’
চোটের কারণে মাশরাফি তালিকায় না থাকলেও এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানের নাম আছে তালিকায়। তার ফিটনেস পরীক্ষা হবে প্রথম দিনে এবং প্রথম গ্রুপে। যুক্তরাষ্ট্র থেকে আজ মধ্যরাতে দেশে ফেরার কথা তারকা অলরাউন্ডারের। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে প্রথম গ্রুপের ফিটনেস পরীক্ষা। এদিন আরও তিন গ্রুপ আর মঙ্গলবার দুই গ্রুপÑ সব মিলে ১৩৩ ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দেবেন ছয় গ্রুপে ভাগ হয়ে। ডাক পাওয়া ক্রিকেটারদের নির্ধারিত দিনে এবং নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে রিপোর্ট করতে বলা হয়েছে।
এই ১৩৩ ক্রিকেটারের মধ্যে জাতীয় দলের স্কিল ক্যাম্প, এইচপি ক্যাম্প আর অনূর্ধ্ব-১৯ ক্যাম্পের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নেই। যেহেতু তারা অনুশীলনের মধ্যেই ছিলেন কিংবা আছেন, তাদের ফিটনেসও আছে কাক্সিক্ষত লেভেলে, তাই তাদের এই ফিটনেস পরীক্ষা দিতে হচ্ছে না। এদের বাইরে রেখে অন্যদের জন্য ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হচ্ছে, বিষয়টা আগেই জানিয়ে রেখেছিল বিসিবি।