Type to search

আন্তর্জাতিক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের মৃত্যু, আহত ১২০ ও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক কেঁপে উঠলো। রিখটার স্কেলে এর মাত্রা ৭ ছিল। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে। গুরুতর আহত হয়েছে ১২০ জন। সেই সাথে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এসময় ইজমির শহরের জনগণ আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে।
শহরটির মেয়র বলেন, অন্তত ২০টি বিল্ডিং ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে।

এছাড়া তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানান, বরনোভা এবং বেরাক্লি এলাকাও ভূমিকম্পের আঘাতে বিল্ডিং বিধ্বস্ত হয়েছে।দেশটির বিভিন্ন জায়গায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
এদিকে একই ভূমিকম্পে গ্রিসের উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানায়, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৭ ছিল।
তবে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলা হয়েছে। সংবাদ সংস্থা বিবিসি, সিএনএন, হিন্দুস্তান টাইমস

Translate »