Type to search

জাতীয় বাংলাদেশ

ঢাকায় বিক্ষোভ : ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ পাঁচ দাবি

ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন শত শত কর্মী নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করেছে। কর্মসূচির মধ্যে ছিল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে।

এতে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করিমসহ আরও কয়েকজন নেতা বক্তব্য রাখেন। সমাবেশে প্যারিসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। এর আগে সমাবেশে ফ্রান্সের পতাকা ও দেশটির প্রেসিডেন্টের কুশপুত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়। ফ্রান্সের পণ্যবর্জন করার আহ্বানও জানানো হয় সভায়।

সমাবেশ শেষে মিছিল ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে স্লোগানসহ পল্টন থেকে বিজয়নগর হয়ে কাকরাইল প্রদক্ষিণ করে শান্তিনগরের মোড়ে এসে পুলিশের বাধা পায়। পুলিশের বাধার মুখে শান্তিনগরের মোড়ে অবস্থান নেয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করে। এ সময় তারা মুসলিম দেশগুলো ও ওআইসিকে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেওয়ার দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী ২৯ অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে ইসলামী আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত ভয়াবহ যানজট সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালায়। ইসলামী আন্দোলনের কর্মসূচির জন্য সকাল থেকে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়।

Translate »