ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনকারী ফরাসি এমপিদের ভিসা বাতিল করল ইসরায়েল

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে সমর্থনকারী বামপন্থী ফরাসি আইনপ্রণেতাদের প্রবেশ ভিসা বাতিল করেছে ইসরায়েল। আগামী জুন মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন বলে ঘোষণা করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো।
ইসরায়েলি নিষেধাজ্ঞার আওতায় পড়ে ২৭ জন রাজনীতিবিদের এই দলে আছেন ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট দলের সদস্যরা, স্থানীয় কর্মকর্তা এবং মেয়ররাও। তাদের মধ্যে আছেন জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ের এবং ইকোলজিস্ট পার্টির জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ান মার্গেট।ঙ
রোববার (২১ এপ্রিল) ফরাসি রাজনীতিবিদরা জানিয়েছেন, জেরুজালেমের ফরাসি কনস্যুলেট ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলে তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে। প্রথমবারের মতো, আমাদের সেখানে যাওয়ার দুই দিন আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ এক মাস আগে অনুমোদিত প্রবেশ ভিসা বাতিল করে দিয়েছে।
আইনপ্রণেতারা তাদের বিবৃতিতে ইসরায়েলি এই সিদ্ধান্তকে ‘সম্মিলিত শাস্তি’ বলে অভিহিত করেছেন। তারা ভিসা নিষেধাজ্ঞাকে ‘কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ফাটল’ হিসেবে বর্ণনা করেছেন এবং ম্যাক্রোঁকে এ বিষয়ে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফরাসি রাজনীতিবিদরা আরও বলেছেন, ইচ্ছাকৃতভাবে নির্বাচিত কর্মকর্তা এবং সংসদ সদস্যদের ভ্রমণে বাধা দেওয়ার পরিণতির ছাড় হতে পারে না।
গাজায় আগ্রাসন নিয়ে ইউরোপে সমালোচনার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সঙ্গে পশ্চিমা আইনপ্রণেতাদের উত্তেজনা তীব্রতর হয়েছে। এপ্রিলের শুরুতে দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করে।
এর আগে ফরাসি এমপি রিমা হাসান, আইরিশ এমপি লিন বয়েলান এবং দুই ইইউ কর্মীকে প্রবেশে বাধা দেওয়া হয়। যার ফলে ইইউর একটি সংসদীয় প্রতিনিধিদল জেরুজালেম এবং রামাল্লায় তাদের পরিকল্পিত সফর বাতিল করে।