মেহেরপুরে সমাজসেবা অফিসের কর্মী ফারুককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের পৌর সমাজসেবা অফিসের এক মাঠকর্মী ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করেছে হত্যাকারীরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শহরের তাঁতিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন শহরের তাঁতি পাড়া এলাকার শওকত আলীর ছেলে ও মেহেরপুর পৌর সমাজসেবা অফিসের মাঠকর্মী ছিলেন।
নিহতের মামা আলাউদ্দীন বলেন, রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফারুক বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
তিনি বলেন, আমাদের জানা মতে তাকে মেরে ফেলার মতো কোনও শক্র বা বিরোধ ছিলনা। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অনুমান করা যাচ্ছেনা।
খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার মুরাদ আলী হাসপাতালে ছুটে যান। এসময় তিনি বলেন, মৃত্যুর বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সুরতহাল রিপোর্টে নিহতের পিঠে ও ঘাড়ে কোপানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে এ হত্যার কোন আলামত পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে। দ্রুতই ঘাতকদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।