বিরল ধাতু-চুম্বক রপ্তানি স্থগিত করল চীন, সমস্যায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে, চীন পৃথিবীর অন্যতম বিরল উপাদান, গুরুত্বপূর্ণ ধাতু এবং চুম্বকের রপ্তানি স্থগিত করেছে। এরফলে মার্কিন সামরিক ও সেমিকন্ডাক্টর শিল্প বড় সমস্যায় পড়তে যাচ্ছে বলে শঙ্কা।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং এরই মধ্যে বেশ কয়েকটি প্রধান বন্দরে এসব উপাদানের চালান বন্ধ করে দিয়েছে এবং রপ্তানির জন্য নতুন একটি নিয়ন্ত্রক ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে অস্ত্র, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যান, মহাকাশযান, সেমিকন্ডাক্টরসহ অন্যান্য ভোগ্যপণ্যের উৎপাদনে ব্যবহৃত অপরিহার্য উপাদানের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। নতুন নিয়ম কার্যকর হলে, আমেরিকান সামরিক ঠিকাদারসহ অনেক কোম্পানি এসব উপাদানের সরবরাহ স্থায়ীভাবে হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের প্রায় ৯০ শতাংশ বিরল উপাদানের উৎপাদক চীন। এই উপাদানগুলোর মধ্যে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম উল্লেখযোগ্য। এগুলোর সরবরাহের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের নিজস্ব মাত্র একটি বিরল পৃথিবী খনি রয়েছে, যার উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম।
গত ২ এপ্রিল চীন এই রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা শুধু কাঁচামাল নয়, বরং সম্পূর্ণ প্রস্তুত চুম্বক ও অন্যান্য সমাপ্ত পণ্যকেও অন্তর্ভুক্ত করছে – যেগুলোর বিকল্প উৎস খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন।
-নিউইয়র্ক টাইমস