Type to search

অপরাধ সারাদেশ

ঈদ মেলার নামে জুয়া ও অশ্লীলতা, আটক ৩৮

জামালপুরের ইসলামপুরে ঈদ মেলায় অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর চালানোর অভিযোগে নারীসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয় এবং বুধবার (২ এপ্রিল) পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায়  ঈদমেলার নামে জুয়া মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি দল। জুয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়েছে এবং সেই অর্থ জোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিলো।

পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলায় জুয়া, অশ্লীল-নৃত্য ও মাদকের আড্ডা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন নারী সহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, ঈদমেলার নাম ভাঙিয়ে জুয়া খেলাসহ অশ্লীল নাচ-গানে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

-ইত্তেফাক

Translate »