Type to search

রাজনীতি

বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে: ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।

ব্যারিস্টার খোকন বলেন, মাঝে মাঝে ডাক্তার এসে বেগম জিয়ার ব্লাড টেস্ট করাচ্ছেন। একা চলাফেরা করতে পারছেন না তিনি। বিদেশে চিকিৎসার বিষয়ে সরকার মানবিক হলে দল এবং পরিবারের পক্ষে আবারও আবেদন করা হবে।

তিনি বলেন, বেগম জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশ যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ-সংক্রান্ত আবেদনের বিষয়ে আলোচনা করেছেন তিনি।

করোনাভাইরাস বা (কোভিড-১৯) মহামারির মধ্যে গত ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবনে আছেন তিনি।

Translate »