শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধার, ২৮ সৈন্য নিহত

শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ট্রেনটিতে থাকা প্রায় সাড়ে ৩০০ যাত্রীকে উদ্ধার করেছে তারা। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীয় চৌধুরী। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সেনাবাহিনীর অন্তত ২৮ সৈন্য নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনের জিম্মি ৩৪৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ৩৩ জন সন্ত্রাসীও নিহত হয়েছেন। জিম্মি করা ট্রেনে দায়িত্ব পালনরত ২৭ সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছেন; যারা ওই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়া অভিযান পরিচালনার সময় অপর এক সৈন্যও নিহত হন।