১০৪ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
![](https://www.abcb.news/wp-content/uploads/2025/02/8ea39f1bc2a585fd8ad6b7bb8f9c9485-67a430cdd39b0.webp)
যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে করে অন্তত ১০৪ জন ভারতীয়কে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসন ঠেকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পর এসব ভারতীয়কে ফেরত পাঠানো হলো।
পাঞ্জাবের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত গুজরাট, মহারাষ্ট্র ও পাঞ্জাব রাজ্য থেকে যাওয়া অভিবাসীদের বহনকারী সি-১৭ বিমানটি স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করে।
ট্রাম্প প্রশাসন অভিবাসী পরিবহনের জন্য সামরিক বিমান মোতায়েন শুরু করার পর থেকে এটিই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
ফিরে আসা কয়েকজনের বন্ধু ও পরিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু পৌঁছানোর পরপরই তাদের ফেরত পাঠানো হলো।
ফেরত পাঠানোদের মধ্যে একজন আকাশদীপ। তার চাচাতো ভাই সিএনএনকে জানান, আকাশের বাবা নিজেদের দুই-তৃতীয়াংশ জমি বিক্রি করে ছেলেকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। তার জন্য প্রায় ৬০ হাজার ডলার খরচ করা হয়। সাত মাস আগে আমেরিকায় গিয়েছিলেন তিনি।
-সিএনএন