Type to search

সারাদেশ

সাতক্ষীরা সদরে অসুস্থ্য মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি রবি

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার কিডনী, ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-০২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি চেক বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অসহায় গরীব ও দরিদ্র মানুষের কথা ভেবে কোটি কোটি টাকা সহায়তা দিচ্ছেন। দেশে যেন কোন অসহায় ও গরিব মানুষ গৃহহীন না থাকে সেজন্য ৮ লক্ষ ঘর নির্মাণ করে দিচ্ছেন। আর কোন মানুষ গৃহহীন থাকবেনা। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে অসহায় অসুস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের মাঝে সরকার আর্থিক সহায়তা প্রদান করছে।
এমপি রবি বলেন, সাতক্ষীরা প্রতিটি কর্মকান্ডে এগিয়ে গেছে। সদর উপজেলা আজ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বর্তমানে দেশে ধর্ষণের মত জঘন্য অপরাধ বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতন কর্মকান্ডকে ভিন্নখাতে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একটি চক্র। সেজন্য সমাজের বিবেকবানসহ সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সাতক্ষীরা সদর উপজেলার ৯ জন ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনী, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান পরিচালনা করেন।
Translate »