ঢাকার সাভারে ৩ শিশুকে ধর্ষণে অভিযুক্ত বাড়ির মালিক হেলাল আটক
জেলা প্রতিনিধিঃ ঢাকার সভারের আশুলিয়ায় যমজ বোনসহ ৩ শিশুকে এক বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হেলাল উদ্দিন শেখের (৫৭) বাড়ি ঢাকার আশুলিয়ার তৈয়বপুরে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হেলাল উদ্দিন একাই ৩ শিশুকে ধর্ষণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলার পর তাকে এতে আটক দেখিয়ে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
জিয়াউল ইসলাম বলেন, একই সাথে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ৩ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, যমজ ২ বোনকে নিয়ে তাদের বাবা-মা আটক হেলাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। পোশাকর্মী তারা। গত মঙ্গলবার বাবা-মা কাজে থাকায় দুপুরে হেলাল ওই ২ বোন ও তাদের প্রতিবেশী এক শিশুকে তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে হেলাল উদ্দিন তা মীমাংসার চেষ্টা করে। গতকাল বৃহস্পতিবার রাতে এলাকার কোনো এক ব্যক্তি পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে অভিযানে শুরু করে পুলিশ।