গতকাল দিবাগত রাত ১০টা ১০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। আজ আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র। তাই ইসলামী শরিয়াহ মোতাবেক তাকে দাফন করা হবে।
জানা যায়, গতকাল রাতেই গোসল শেষে ফ্রিজার গাড়িতে অভিনেতার মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হয়। আজ বাদ যোহর এফডিসিতে তার প্রথম জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মিঠুন মিত্র। বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র।
অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিল সমস্যায় পড়লে গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই রবিবার দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
-মানবজমিন