জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার বিষয়ে ভাবছে সরকার: আইনমন্ত্রী

জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা যায় কি-না তা বিবেচনা করছে সরকার বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে। বিষয়টি সর্বোচ্চ অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে সরকার। কারণ আইন জনগনের জন্য।
সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নির্যাতনের ভিডিও প্রকাশ ও সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। এসব কর্মসূচিতে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একই সাথে তারা নারীর প্রতি নির্যাতন বন্ধে দ্রুত আইনি পদক্ষেপ চেয়েছেন।