Type to search

খেলাধুলা

ক্রিকেট ইতিহাসের ‘এলিট ক্লাবে’ কোহলি-রোহিতের সঙ্গী বাবর

দীর্ঘসময় ধরে ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ান টেস্টে প্রথম ইনিংসে সাজঘরের পথ ধরেছেন মাত্র ৪ রানে। এরপরও অবশ্য একটা রেকর্ড গড়া হয়ে গেছে তার। আর সেই রেকর্ডের মধ্য দিয়ে নাম লিখিয়েছেন ক্রিকেট ইতিহাসের এক ‘এলিট ক্লাবে’।

যে ক্লাবে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠেছে বাবর আজমের। তিন ফরম্যাটের ক্রিকেটেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তার আগে এই কীর্তিতে নাম তুলতে পেরেছেন কেবল দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন। কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

সেঞ্চুরিয়ন টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি বাবর। ড্যান পেটারসনের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন। কোরবিন বোসকে চার মেরে স্পর্শ করেন টেস্টে ৪ হাজার রানের মাইলফলক।

তিন ফরম্যাটেই চার হাজার রানের দেখা পাওয়া বাবরের টেস্ট রান সংখ্যা এখন ৪ হাজার ১। আর ওয়ানডেতে ৫ হাজার ৯৫৭ রান ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার ২২৩ রান ঝুলিতে রয়েছে তার।

-যুগান্তর

Translate »