Type to search

জাতীয়

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২০ ও নারী ১০ জন। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪০৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৪৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৯৯ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ৭৬৭ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ২৫ শতাংশ। আগের দিনের চেয়ে আজ পজিটিভ শনাক্তের হার শূন্য দশমিক ১১ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ২০ লাখ ১৩ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১৮ দশমিক ৪৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ১৮ দশমিক ৪৯ শতাংশ ছিল।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Translate »