লিটনের লজ্জা ৬, ১, ০, ০, ২, ৪, ০
ব্যাটিংয়ে চরম ব্যর্থ লিটন দাস। বছরজুড়ে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে আছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। গত ১২ মাসে ৮ ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র ৩৫ রান।
গত বছরের ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের ডানেডিনে ২২ রানে আউট হন লিটন দাস। এরপর ২০ ডিসেম্বর ফেরেন ৬ রানে। ২৩ ডিসেম্বর ফেরেন ১ রানে।
নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হওয়া লিটন দেশে ফিরে মার্চে খেলেন শ্রীলংকার বিপক্ষে দুই ওয়ানডে ম্যাচে। চট্টগ্রামে দুই ম্যাচে আউট হন শূন্য রানে।
সেই সিরিজ শেষে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও ব্যর্থ লিটন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিটন আউট হলেন ২, ৪ আর ০ রানে। সবমিলে গত ১২ মাসে লিটন ৮ ম্যাচে অংশ নিতে সর্বসাকূল্যে করতে পেরেছেন মাত্র ৩৬ রান।
তারচেয়েও বড় কথা লিটন ওয়ানডেতে সবশেষ ২১ ইনিংসে মাত্র ২ হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। এটা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য খুবই হাতাশাজনক।
একজন প্রথম সারির ব্যাটসম্যান যদি এভাবে ধারাবাহিক ব্যর্থহন তাহলে দলের কি হাল অবস্থা হওয়ার কথা তাই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয় টাইগারদের। ২.৪ ওভারে মাত্র ৯ রানে তানজিদ হাসান তামিম আর লিটন দাসের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।
-যুগান্তর