নারীদের বাজারে যাওয়া নিষেধ দাবি করে ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা
জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে আসছে। এই ধারাবাহিকতায় ভারতীয় মিডিয়া এবার দেশের ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল প্রসঙ্গেও মিথ্যাচার করেছে।
সম্প্রতি গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাহফিলে মেয়েদের বাজারে যাওয়া নিষেধ করে ফতোয়া জারি করা হয়েছে দাবি করেছেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি গত ৫ ডিসেম্বর তার ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেন৷ ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও গত ৩ ডিসেম্বর ফেসবুকে একই ভিডিওর মাধ্যমে এই দাবি তুলেছেন।
পরবর্তীতে ভারতের একাধিক গণমাধ্যমেও একই ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। এ সংক্রান্ত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আজতক বাংলা (ইউটিউব), রিপাবলিক বাংলা (ইউটিউব), টিভি৯ বাংলা (ইউটিউব), জি২৪ ঘণ্টা (ইউটিউব), ক্যালকাটা নিউজ (ইউটিউব), আর প্লাস (ইউটিউব), নিউজ এক্সে প্রকাশ পায়।
রিপাবলিক বাংলায় কলকাতার একজন গবেষক মৌমিতা চক্রবর্তীও একই দাবিতে করা মন্তব্য বিষয়টির কড়া সমালোচনা করেছেন। দাবিটি এক্সেও ব্যাপকভাবে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। পরে তারা ফ্যাক্টচেক করে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত দাবিটি পর্যলোচনা করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি গোপালগঞ্জের গওহরডাঙ্গার বলে দাবি করা হয়েছে। এর সূত্রে ফেসবুকে ‘গওহরডাঙ্গা মাদরাসা’ নামের একটি পেজে গত ২৭ নভেম্বর ‘৮৯ তম বার্ষিক মাহফিলে দোকানদারদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পায় রিউমর স্ক্যানার।
পোস্ট করা ওই ভিডিওটির এক জায়গায় বলতে শোনা যায়, এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। এছাড়া বলতে শোনা যায়, এখানে আমরা সওয়াব অর্জনের জন্য, সওয়াব কামাইয়ের জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবী ফায়দা হবে, বেচাকেনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না।
ভিডিওতে বলতে শোনা যায়, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো নারীদের প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব, তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা করব না। মার্কেট এলাকায় কোনোরকম কোনো জুয়া খেলা যাতে না হতে পারে আমরা সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব, এটা সাধারণ কোনো মেলা না যেখানে জুয়া খেলা হয়, অনেক রকম, অনেক ধরনের গুণাহর কাজ হয় এইরকম এটা কোনো মেলা না। এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ।
আমরা খেয়াল রাখব কোনো ধরনের কোনো জীব জানোয়ার এই ধরনের কার্টুন, এই ধরনের পুতুল যা আছে আমরা এইগুলো বিক্রি করব না। নিজেও বিক্রি করব না এবং অন্যদেরকেও যারা বিক্রি করে তাদেরকে আমরা নিষেধ করে দেব। মাদরাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব, এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল, এখানে আমরা সওয়াব অর্জনের জন্য, সওয়াব কামাইয়ের জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচাকেনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে (একজন দোকানদারের উদ্দেশে (হাতি) এগুলো বিক্রি করা যাবে না) প্রত্যেক দোকানের সামনে পর্দা ঝোলানো..।’
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি একটি মাহফিলে সাধারণত যে সব অস্থায়ী দোকানপাট বসেছে সেসবের দোকানিদের উদ্দেশে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, মহিলাদের কাছে কোনো কিছু বিক্রি না করতে এবং মহিলাদের মাহফিলের উদ্দেশ্যে বসা দোকানপাটে না আসতে। এছাড়াও, দোকানীদের জীব জন্তু বিক্রি করতে নিষেধ করেছেন এবং জুয়া খেলা যাতে না হয় সেদিকেও দৃষ্টি দিতে বলেছেন। কিন্তু ভিডিওতে ফতোয়া জারি বা বাংলাদেশের বাজারে মেয়েদের যাওয়ায় নিষেধ শীর্ষক কোনো ঘোষণা ছিল না।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে তারা জানিয়েছে, বাংলাদেশের গোপালগঞ্জের গওহরডাঙ্গায় মেয়েদের বাজারে যাওয়ায় নিষেধ করে ফতোয়া জারির দাবিটি সঠিক নয়। বরং গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিলে অস্থায়ী দোকানপাটে নারীদের প্রবেশ প্রসঙ্গে মাইকিংয়ের একটি ভিডিওর খণ্ডিত অংশ দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তা ছাড়া, এই মাহফিলে প্রতি বছরই এমন রীতি পালন হয়ে আসছে।
ভারতীয় মিডিয়ার এসব মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে শনিবার (৭ ডিসেম্বর) গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম ও ছদর ছাহেব রহ.-এর পৌত্র মুফতি উসামা আমিন একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন গণমাধ্যমে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিগত ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই মাহফিলে লক্ষ লক্ষ তাওহিদি জনতার আগমন ঘটে। প্রজন্ম থেকে প্রজন্ম এই মাহফিলে আসার একটি ঐতিহ্য রয়েছে। এতদাঞ্চলের মুসলিম জনসাধারণ এখান থেকে আধ্যাত্মিক অনুপ্রেরণা ও সারা বছরের দ্বীনি খোরাক গ্রহণ করে থাকেন। মুসলিম নারীদের মাহফিলে অংশগ্রহণের সুবিধার্থে তাদের যাতায়াতের ভিন্ন রাস্তা ও বয়ান শোনার জন্য ভিন্ন বসার স্থানের ব্যবস্থা করে থাকে মাহফিল কর্তৃপক্ষ।’
বিবৃতিতে জানানো হয়, ‘এই মাহফিলকে কেন্দ্র করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সম্মিলিত পরামর্শে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হল পুরুষ প্রাঙ্গনের অস্থায়ী দোকানপাটে শুধুমাত্র মাহফিলের তিন দিনের জন্য নারীদের নিরাপত্তার স্বার্থে, তাদের প্রবেশ নিষেধ থাকে। এই নিয়মের প্রেক্ষিতে মাহফিলের স্বেচ্ছাসেবকগণ অস্থায়ী দোকানপাটে ঘুরে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়। যার একটি খন্ডিত ভিডিও চিত্র দিয়ে ভারতীয় কিছু নিউজ চ্যানেল ও পেশাদার কিছু বিকৃত মস্তিষ্কের ব্যক্তি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে অপপ্রচার চালায়, মৌলবাদীরা বাংলাদেশের স্থানীয় বাজারে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞার ফতোয়া জারি করেছে। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে এটা কোন বাজার নয় বরং অস্থায়ী কিছু দোকানপাট। সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান আমাদের ভিডিও চিত্রে স্পষ্টভাবে মাইকে বলা হচ্ছে এই নিয়ম শুধু মাত্র তিন দিনের জন্য। যা এখনো সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান।
যমুনা টিভির এ সংক্রান্ত এক প্রতিবেদনে মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, প্রতিবছরই মাহফিলে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়ে থাকে। এছাড়া স্থানীয় বাজারে নারীদের চলাফেরার বিষয়টিও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। সেখানে একজন হিন্দু নারীকে বলতে শোনা যায়, বাজারে আসতে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না।
এদিকে রিউমর স্ক্যানার এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। তারা ভারতীয় মিডিয়ায় প্রচারিত দাবিকে অসত্য বলে জানিয়েছেন।
-যুগান্তর