হাইকমিশনের নিরাপত্তা নিয়ে ভারতকে যে পরামর্শ দিলেন আসিফ মাহমুদ
হাইকমিশনের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্দেশে পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘যদি ভারতের আইন প্রয়োগকারী সংস্থাগুলো হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর থেকে সাহায্য চাইতে পারেন।’
তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের জন্য অতিরিক্ত সৈন্য প্রদানের মাধ্যমে সহায়তা বাড়াতে পারে।’
ভারতের উদ্দেশে এমন বার্তা দেওয়ার জন্য ওই পোস্টের মন্তব্যে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
-সমকাল