কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বিক্ষিপ্ত লাঠি ও ছুরিকাঘাতে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, ক্যাম্প নিয়ন্ত্রণের ইস্যুকে কেন্দ্র করে দু’গ্রুপের নেতা মো. রফিক ও মৌলভী আবু আনাসের নেত্বতে গঠিত রোহিঙ্গা সংগঠনের মধ্যে বুধবার রাত থেকে ঘটনার সূত্রপাত হয়। চলমান উত্তেজনাকর পরিবেশে কুতুপালং ই-ব্লকে ১০/১৫ টি ঝুপড়ি ঘর ভাঙচুর করে।
ওই ক্যাম্পের হেড মাঝি সিরাজুল মোস্তফা জানান, উভয় পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় জড়িতদের হাতে ছুরি, দা ও লাঠি ছিল। এদের বিক্ষিপ্ত ছুরিকাঘাতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় এমএসএফ হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ সংঘর্ষে টিনের চালে ঢিল ছুড়ে মারার মতো আওয়াজ শুনেছেন।তবে হতাহত হয়নি কেউ। গাদাগাধি করে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে ছোট কোন ঘটনা নিয়ে কিছু হলে এটি বড় আকার ধারণ করে। প্রতিনিয়তি এরকম ঘটনা ঘটেছে বলে প্রতিয়মান হয়।
এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ জানান, এ সংঘর্ষের ঘটনাটির ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।