জয়ী কে তা হয়তো কয়েক মাসে জানা যাবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প
আসন্ন মার্কিন নির্বাচনে ভোটের পর জয়ী কে তা জানতে হয়তো কয়েক মাস লেগে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে এমনটি বলেন ট্রাম্প।
এ সময় ডোনাল্ড ট্রাম্প আবারো প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়া নিয়ে আবারও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। আপনারা হয়তো কয়েক মাস ধরে জয়ীর নাম জানতে পারবেন না কারণ এটি কারণ এটিতে জগাখিচুড়ি অবস্থা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটিক দলের সমর্থক ভোটাররা করোনাভাইরাস বা কোভিড-১৯ মধ্যে ভোটকেন্দ্রে ভিড় এড়াতে ডাকযোগে ভোট দেওয়ার পরিকল্পনা বেশি করেছে। ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে মামলা দায়ের করা হয়েছেনডাকযোগে ভোট দেওয়া ঠেকাতে ট্রাম্পের নির্বাচনী দলের পক্ষ থেকে।