Type to search

রাজনীতি

ব্যারিস্টার সুমন আটক

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর থানার ডিউটি অফিসার মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গভীর রাতে সুমনকে ঢাকা থেকে আটক করা হয়।’

তবে মিরপুর থানায় হাজতখানা না থাকায় সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

রাত ১টা ১৮ মিনিটে ব্যারিস্টার সুমনের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন সুমন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

-মানবজমিন

Translate »