পুতিন-পেজেশকিয়ান বৈঠক: ইরানের সঙ্গে সম্পর্কেই অগ্রাধিকার মস্কোর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের সঙ্গে সম্পর্কই মস্কোর কাছে বড় অগ্রাধিকার। বিশ্বের চলমান নানা ঘটনা নিয়ে দুই দেশের অবস্থানও প্রায় একই রকম বলে মন্তব্য করেছেন তিনি। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে মধ্য এশিয়ার দেশগুলোর একটি সম্মেলন চলছে।
শুক্রবার সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পুতিন। খবর এএফপির।
পুতিন বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে একটি বড় অগ্রাধিকারের বিষয়। তারা সফলভাবে উন্নতি করছে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা একসঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের অবস্থানও বেশির ভাগ সময় এক রকম। এদিকে বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘আন্তরিক’ বলে বর্ণনা করে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান একই। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপ চায় না মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়ে উঠুক।
ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও বেসামরিক প্রাণহানির কঠোর নিন্দা জানান পেজেশকিয়ান। পাশাপাশি ইসরায়েলের এই হত্যাযজ্ঞে ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।
-এএফপি