সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম ও সেক্রেটারী ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমানের হাতে মিষ্টি তুলে দেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু’র মাথায় হাত রেখে আরও বেশি সফলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং সকলকে সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম পরামর্শ দেন।
এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, ফারুক মাহবুবুর রহমান, সাংবাদিক স.ম মশিউর রহমান ফিরোজ, সাংবাদিক মাছুদুর জামান সুমন, সাংবাদিক রায়হান গফুরসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।