Type to search

আন্তর্জাতিক

কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারণার শুরুতেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, এই রাজ্যে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে ঝাড়খন্ডকে ‘রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মুক্ত করবে বিজেপি। তাদের পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হবে (হ্যাং দেম আপসাইড ডাউন)। এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু। এতে আরও বলা হয়, অমিত শাহ এদিন ঝাড়খন্ডের নির্বাচনে সাঁওতাল পরগণার সাহিবগঞ্জে পরিবর্তন যাত্রার মধ্য দিয়ে বিজেপির নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেস ভোটের জন্য কথিত অনুপ্রবেশকারীদের সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি। অমিত শাহ আরও বলেন, ভোটব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খন্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি- ঝাড়খন্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি। মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম-কংগ্রেস-আরজেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয়। ভোটারদেরকে দুর্নীতিযুক্ত সরকারকে সরিয়ে দিতে হবে। এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে। অমিত শাহ আরও বলেন, যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে। চাকরির জন্য আমার উপজাতি ভাই ও বোনেরা দেশের বিভিন্ন অংশে যান। এর পরিবর্তে, এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগণার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে। আমরা শুধু মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করতে চাই না। আমরা চাই ঝাড়খন্ডকে পাল্টে দিতে। রাজ্য সরকারের সমালোচনা করে অমিত শাহ বলেন, উপজাতিদের জন্য ঝাড়খন্ডকে সৃষ্টি করেছেন বিজেপির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। কিন্তু হেমান্ত সোরেনের সরকার উপজাতিদের কল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণকেই বড় করে দেখছেন। বর্তমানে পাকুর জেলায় ‘হিন্দু এবং উপজাতিরা ঝাড়খন্ড ছাড়’ স্লোগান দেয়া হচ্ছে। শুধু নরেন্দ্র মোদি এবং বিজেপিই এই উপজাতিদের জন্য এই ভূমিকে রক্ষা করতে পারে। আমাদের এই রাজ্যে উপজাতিদের তুলনায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা বন্ধ করতে হবে।
এর আগে অমিত শাহ বলেছেন, সাঁওতাল পরগনার জনসংখ্যার শতকরা ৪৪ ভাগই ছিল উপজাতি। কিন্তু এখন তা নেমে দাঁড়িয়েছে শতকরা ২৮ ভাগে। তিনি আরও বলেন, ৫ বছরের জন্য ঝাড়খন্ডে আপনাদের উচিত বিজেপির সরকার গঠন করা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সাঁওতাল পরগনায় যেসব বাংলাদেশির অনুপ্রবেশ হয়েছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবে আমাদের সরকার। রাজ্যে কনস্টেবল পদে ফিজিক্যাল টেস্টের সময় যেসব তরুণ বা যুবক মারা গিয়েছেন তাদের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, সোরেন সরকার প্রতিবছর ৫ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তার আগে মৃত্যুর আগ পর্যন্ত এসব তরুণ চাকরির সন্ধানে ছুটেছেন। খনি বিষয়ক এক হাজার কোটি রুপির অনিয়মের প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেসের এমপি ধীরাজ সাহু এবং কংগ্রেসের সাবেক মন্ত্রী আলমগীর আলসেমর অবস্থান থেকে ‘নোটের পাহাড়ের’ সন্ধান পাওয়া গেছে। তিনি আরও বলেন, যদিও জেএমএম এবং কংগ্রেস সবসময় উপজাতি কল্যাণের কথা বলে, কিন্তু যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস, তখন ২০১৩-১৪ সালে উপজাতিদের কল্যাণে ২০ হাজার কোটি রুপি রাখার বিধান করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর এই অংক বৃদ্ধি করে ১.২০ লাখ কোটি রুপি করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ভোট দিয়ে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় পাঠালে ৭৫ বছরের ওপরে যেসব মানুষের বয়স তাদেরকে ১০ লাখ রুপির মেডিকেল ইন্স্যুরেন্স দেয়া হবে।
১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল নেতা সিদো এবং কানু। এদিন তাদের জন্মস্থান ভোগনাদিহ সফর করেন অমিত শাহ। সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। উল্লেখ্য, একই দিনে ঝাড়খন্ড হাইকোর্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনার জনসংখ্যাতত্ত্বকে পাল্টে দেয়ার যে তদন্ত সে বিষয়ে আদেশ রিজার্ভ রেখেছেন।

-দ্য হিন্দু

Translate »