Type to search

খেলাধুলা

বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সতর্ক করলেন গম্ভীর

টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভারত সফরেও দারুণ কিছুর প্রত্যাশা করছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে সতর্ক করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশকে প্রতি সম্মান রেখে ভারতের প্রধান কোচ আরও বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

-ইত্তেফাক

Translate »