Type to search

রাজনীতি

সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানাজুড়ে টাকার বান্ডিল, ছবি ভাইরাল

বিছানাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা টাকার বান্ডিলসহ সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের একটি ছবি সামাজিক য্গোাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি। তবে ছবিটি মুজিবুল হকের রাজধানীর বাসায় বলে তাঁর ঘনিষ্ঠরা নিশ্চিত করেছেন।

মুজিবুল হক কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা পাশে দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বসে আছে মুজিবুল হকের তিন সন্তান। ৫০০ এবং ১০০০ টাকা নোটের অসংখ্য বান্ডিল পড়ে আছে বিছানায়। শিশুদের একজন টাকার বান্ডিল নিয়ে খেলা করছে।

ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তিনি দেশেই আছেন নাকি দেশ ত্যাগ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হত্যার ঘটনায় একাধিক মামলা হয়েছে। তার স্ত্রী হনুফা আক্তার রিক্তাও কুমিল্লার কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার আসামি। মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে মুজিবুল হকের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনার উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার যমজ সন্তানের জন্ম হয়।

মুজিবুল হকের ঘনিষ্ঠরা বলেন, ছবিটি মুজিবুল হকের ঢাকার বাসায় তোলা। তার ছেলের সন্তানের জন্মদিনের ছবি এটি। তবে ছবি তোলার তারিখ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

-সমকাল

Translate »