রাষ্ট্রপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

তীয় প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী গণআন্দোলনের’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ অ্যাখ্যা দিয়ে তার অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী গণআন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি হয়।
এ সময় সংগঠনের সমন্বয়ক দেলোয়ার হোসাইন বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। কিন্তু তার দোসর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এখনও বহাল তবিয়তে আছেন। তিনি প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছেন। ফলে খুনি হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ উৎখাতে বহু মানুষ জীবন দিয়েছেন। অনেকে গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। আয়নাঘরে গিয়ে হারিয়ে গেছেন বহু মানুষ। যে দুয়েকজন ফিরে এসেছেন, তারা আদৌ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা সন্দেহ হয়। ফলে জনগণকে শত্রু-মিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা ও ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।’
পরে সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে আবারও প্রেস ক্লাবে এসে শেষ হয়।