Type to search

Uncategorized

দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে এক ঘণ্টা মহাসড়কে অবস্থান

দ্রুত অন্তবর্তীকালীন সরকারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ।  ছবি:প্রথম আলো
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেন সম্প্রীতি ও আনন্দমিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে তাঁরা এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করেছেন।

আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক দিয়ে প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়।

 

বেলা তিনটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল। তবে জরুরি পরিষেবার বাহন স্বাভাবিক ছিল। পরে ৩টা ৫৫ মিনিটে তাঁরা অবস্থান কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আবদুর রশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বৈরাচার শাসকের পতন হয়েছে। এই দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ড. ইউনূসকে উপদেষ্টা করে যে সরকারের রূপরেখা দিয়েছেন, তা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

Translate »