হানিয়ার হত্যা যুদ্ধবিরতি আলোচনার জন্য সহায়ক নয়
গাজায় যুদ্ধবিরতি আলোচনায় শীর্ষ আলোচক ছিলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। কিন্তু যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরাইলি হামলায় নিহত হয়েছেন তিনি। চলমান আবহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হানিয়া হত্যাকাণ্ডের ঘটনা গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য সহায়ক নয়।
ইতোমধ্যে গাজা যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনাকে স্থগিত করার হুমকি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর পরিসরে উত্তেজনা তৈরি হওয়ার ঝুঁকি বেড়েছে।
ইসরায়েল-ঘেরাও গাজার উদ্বিগ্ন বাসিন্দারা আশঙ্কা করেছে, বুধবার হানিয়ার হত্যাকাণ্ড চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করবে।
বৃহস্পতিবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, হানিয়ার হত্যাকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নষ্ট করেছে কিনা। জবাবে তিনি বলেন, এই পরিস্থিতি যুদ্ধবিরতির আলোচনার স্বস্তিকর নয়।
বাইডেন আরও বলেন, বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন তিনি।
এখন পর্যন্ত হানিয়া হত্যার কোনো দায় স্বীকার করেনি ইসরাইল। তবে নেতানিয়াহুর সরকার বলছে, হামাস এবং লেবানন-ভিত্তিক হিজবুল্লাহসহ সাম্প্রতিক সময়ের সব হুমকিকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইসরাইল। একইসঙ্গে যে কোনও আক্রমণের জন্য জোরপূর্বক জবাব দেবে তারা।
গত বুধবার গভীর রাতে তেহরানে এক সুরক্ষিত ভবনে মরণঘাতি বিস্ফোরণে ব্যক্তিগত দেহরক্ষীসহ খুন হন হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাহমুদ পেজেকশিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের শীর্ষ এই নেতা। তথ্যসূত্র: রয়টার্স
এবিসিবি/এমআই