Type to search

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল দাবানলে জ্বলছে, মৃত্যু বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল দাবানলে জ্বলছে। ভয়াবহ এই দাবানলে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। এতে করে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা জানান, ভয়াবহ দাবানলে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে কয়েক মিলিয়ন একর জমিতে। বাড়িঘর হারিয়েছে কয়েকশ মানুষ। আগুনের কারণে বিশাল এলাকা জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ওরেগনের এক স্থানীয় সিএনএনকে জানান, কখনই বিশ্বাস করতে পারবেন না আপনি যে, আগুন চূড়ায় উঠে গেছে।’

ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে এই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সময়ের সাথে সাথে এর বিস্তৃতি বৃদ্ধি পাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন জানিয়েছে, জলবায়ু সংকটের মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া। ২ বছর আগেও এই অঞ্চলটি ভয়াবহ দাবানল দেখেছিল।

Translate »