Type to search

Lead Story জাতীয় বাংলাদেশ শিক্ষা

ডিবি থেকে সরিয়ে দেয়া হলো হারুনকে, শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা, সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ করতে দেখা গেছে পুলিশকে।

ডিবি থেকে সরিয়ে দেয়া হলো হারুন অর রশীদকে

আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবি থেকে সরিয়ে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি সদর দপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন করে ডিবি বা গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান। তিনি এতদিন ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ হারুন অর রশীদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে তার দপ্তরে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়া ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে ‘মশকরা’ হিসেবে আখ্যায়িত করে।

গত বছর ৩০ই জুলাই বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার পর মি. রায়কে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করার ছবি ও ভিডিও করে গণমাধ্যমে দেয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়।

এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের তার দপ্তরে দুপুরের খাবার খাওয়ান তিনি। পরে সেগুলোর ছবি ও ভিডিও গণমাধ্যমে আসে।

শিক্ষার্থীরা নতুন যে কর্মসূচি ঘোষণা করেছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ অর্থাৎ ‘আমাদের বীরদের স্মরণ’ নামে নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

রিফাত রশিদ নামে একজন সহ-সমন্বয়কের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মসূচিতে নয় দফা দাবি আদায়ের জন্য ‘নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ’, ‘শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ’, ‘চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি’ এবং ‘ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক প্রতিবাদ ও সাংস্কৃতিক আয়োজন’ এর মতো কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শ্রেণিপেশার মানুষকে নতুন কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।-বিবিসি বাংলা

এবিসিবি/এমআই

Translate »