অস্ট্রেলিয়ায় আটক ইন্দোনেশিয়ান পাচারকারী
ইন্দোনেশিয়া থেকে শিশুদের অস্ট্রেলিয়ায় নিয়ে দেহ ব্যবসায় জড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ৷
অন্যদিকে, অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য শিশুদের জোগাড় করার অভিযোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গ্রেপ্তার হয়েছেন এক নারী৷
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির ওপর রয়েছে শিশু পাচারের একটি ধারার অভিযোগ, যার জন্য ২৫ বছরের কারাবাসের সাজা হতে পারে তার৷
মঙ্গলবার সিডনির একটি আদালতে তাকে পেশ করা হবে৷ ইন্দোনেশিয়া থেকে এক ১৭ বছর বয়সি কিশোরীকে সাথে নিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জানায় পুলিশ৷
২০২২ সালের ডিসেম্বরে পুলিশের কাছে তথ্য আসে যে বিদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় এনে এই কাজে যুক্ত করা হচ্ছে৷ তারপর, এই পাচারের তদন্ত করতে শুরু করে পুলিশ৷
মে মাসে অস্ট্রেলিয়ার পুলিশ সিডনির তিনটি যৌনপল্লীতে নয়জন নারীকে চিহ্নিত করে, যারা তাদের ভিসা শর্তাবলীর খেলাপ করে এখানে কাজ করছেন৷
জুহানধানি জানান, ২০১৯ সাল থেকে কার্যকর এই পাচার চক্র৷ ৫০জন ইন্দোনেশীয় কাজ করছেন ওই পাচার চক্রে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তি এই কাজ থেকে প্রায় ৫০০ মিলিয়ন রুপিয়াহ, অর্থাৎ প্রায় ৩৬ লাখ বাংলাদেশি টাকার সমান অর্থ আয় করেছেন৷
এই একই তদন্ত থেকে উঠে এসেছে ৩ এক৫ বছর বয়সি নারীর কথা, যিনি সিডনির একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জালিয়াতি করে ভর্তি করিয়ে দেন, যাতে তারা অস্ট্রেলিয়ায় আরো বেশি সময় থাকতে পারে৷
‘অবৈধ অ-নাগরিক’ হিসেবে এই নারীকে আটক করে জাকার্তার একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷
এবিসিব, রয়টার্স