Type to search

সারাদেশ

সিসিক মেয়র আরিফুল ও প্রধান প্রকৌশলী নুর করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরিফের করোনা শনাক্ত হন।

এদিকে একইদিনে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানেরও করোনা পজিটিভ শনাক্ত হন। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া করোনা আক্রান্ত তালিকা সূত্রে এসব তথ্য জানা যায়।

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রকৌশলী নুর আজিজুর রহমনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন ধরেনি তারা।

এদিকে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, মেয়রের সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনায় শনাক্ত হয়েছিলেন।

গত ১৫ জুন করোনায় পজিটিভ হয়ে সিসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ মারা যান।

Translate »