দেশে করোনায় নতুন করে আরো মৃত্যু ৪১, শনাক্ত ১৮৯২

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৮৯২ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আর শনাক্তের মধ্যে একই সময়ে ৪১ জন মারা গেছেন। এসময়ে ২ হাজার ৭৪৬ জন সুস্থ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৫ হাজার ৬৪২টি করোনার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা সংগ্রহ হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১২.১৬ শতাংশ।
দেশে করোনায় মোট আক্রান্ত ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ পজিটিভের হার ১৯.৭০ শতাংশ। নতুন করে শনাক্তের মধ্যে ৪১ জন মারা যাওয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪। আক্রান্ত বিবেচনায় মৃত্যু হার ১.৩৯ শতাংশ।
তবে এ সময়ে আরও ২ হাজার ৭৪৬ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৬০ জন সুস্থ হয়েছেন। পজিটিভ বিবেচনায় সুস্থতার হার ৭০.১৪ শতাংশ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। দেশের ইতিহাসে দীর্ঘ এ ছুটির পর সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও গণপরিবহনও স্বাস্থ্যবিধি মেনে চলছে।