Type to search

Lead Story রাজনীতি

এমন কোনো কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়: মির্জা ফখরুল

শরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলন দৃঢ় করার জন্য সবাই কাজ করছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ করব– আপনারা এমন কোনো কথা বলবেন না, যাতে এই ঐক্যে কখনও বিভক্তি সৃষ্টি হয়, ঐক্য বিনষ্ট হয়। এখন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার; যারা সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে ফেলে দেওয়ার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। সেই কাজ শুরু করেছি, শেষ পর্যন্ত সফল হবো।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্র সংকট-উত্তরণের পথ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। এই আন্দোলনে এরই মধ্যে অনেক অর্জন হয়েছে। শিগগিরই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে।

তরুণ-যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ এ আন্দোলনে সম্পৃক্ত আছে। তাদের জাগিয়ে তুলতে হবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »