দেশে ডেঙ্গু আক্রান্ত ৪ রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্য অনুসারে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ১০ জন।
সরকারি প্রতিবেদন অনুসারে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৮ জন।
গত বছর দেশে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় ডেঙ্গুর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মশাবাহিত এ রোগে গত বছরে মারা যান ১৭৯ জন।