Type to search

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সতত্য স্বীকার করে জানান, ‘ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে নাপিতখালী গ্রামে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সন্ধ্যায় গ্রামের বাসিন্দা শওকাত মোড়ল (৬৫) বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।’

শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, ‘সন্ধ্যার দিকে আমার শ্বশুর-শাশুড়ি ২জন মিলে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। ঝড়ো বাতাসে রাস্তায় পড়ে গিয়ে আমার শ্বশুর মারা গেছেন।’

এবিসিবি/এমআই

Translate »