মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ভারত
পাকিস্তান-ইরান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর উন্নয়নে ভারত ২০১৬ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি করে। গতকাল সোমবার (১৩ মে) সেই বন্দরের আরও উন্নয়নের উদ্দেশ্যে চুক্তির মেয়াদ আরও ১০ বছর বাড়িয়ে নবায়ন করা হয়। চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে ব্যবসায়িক চুক্তি করা যেকোনো দেশকে নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছে। খবর বিবিসি
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যে কোনো ব্যক্তি, যে কেউ ইরানের সাথে ব্যবসায়িক লেনদেন করলে তাদের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত।
তবে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্যাটেল বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল আছে এবং ওয়াশিংটন সেগুলো প্রয়োগ করতে থাকবে। নাম উল্লেখ না করে ভারতকে সতর্ক করে বেদান্ত বলেন, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে, তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের ওপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে।
ভারতের পক্ষ থেকে এ বিবৃতিতে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এবিসিবি/এমআই