Type to search

সারাদেশ

বাগেরহাটে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে সাইদ মোড়ল (৪৫) নামে একজন ঘটনাস্থলে এবং মো. আজাদ (৩৫) ও মো. মনি (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা বাবুল আক্তার জানান, আজ সকালে রামপালের খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি ২ জনকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাকের চালক মো. সাফায়েত হোসেন (১৮) ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিসিবি/এমআই

Translate »