Type to search

Lead Story অস্ট্রেলিয়া

ইরানের হামলা ইসরায়েলের জন্য ‘মারাত্মক হুমকি’ বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, ‘বেপরোয়া হামলা না করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। কিন্তু ইরান আমাদের এবং আরও অনেকের এই আহ্বান উপেক্ষা করেছে।

’তিনি আরও বলেন, ‘এই উত্তেজনা ইসরায়েল ও সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গত সপ্তাহে বলেছিলেন, তিনি তার জার্মান, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের সঙ্গে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার বিষয়ে কথা বলেছেন। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, তিনি আমির আবদুল্লাহিয়ানকে স্থিতিশীলতা বজায় রাখতে হামলা না চালানোর জন্য সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরোধ করেছিলেন। কিন্তু ওই পোস্টে ইরানের কনস্যুলেটে হামলার বিষয় উল্লেখ করা হয়নি।

এবিসিবি/এমআই

Translate »