Type to search

Lead Story রাজনীতি

বিরোধী নেতাকর্মীর ওপর জোরালোভাবে জুলুম শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন-পীড়ন শুরু করেছে। তবে সরকার কোনোভাবেই ক্ষমতা ধরে রাখতে পারবে না। মঙ্গলবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এমন ঘটনা এখন প্রতিদিনের। জনগণ যেহেতু ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেহেতু সরকারকে প্রতিরোধে জনগণ আরও সোচ্চার হয়ে উঠেছে।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »