Type to search

কমিউনিটি

অষ্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর ছেলের আকস্মিক মৃত্যু

তৌফিক তাহসিন বারী।  ছবি : সংগৃহীত।

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশী সাংবাদিক ফজলুল বারীর প্রথম ছেলে তৌফিক তাহসীন বারী  আকস্মিকভাবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত  সোমবার,  স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটায় তাহসিন (২১) হঠাৎ  অসুস্থ  হয়ে পড়েন ।এসময়  বমি করা শুরু করেন তিনি। অবস্থা গুরুতর হলে জরুরি সেবার জন্য ত্রিপল জিরো (০০০) কল করে অ্যাম্বুলেন্স ডাকা হলেও সেটি  আসার আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফিকের এর আগে কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ ছিল না।

সিডনীর স্থানীয়  রকউড কবরস্থানে তৌফিকের মরদেহ দাফন করা হয়েছে।

তৌফিক ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশুনা করতেন । বড় ছেলের অকালমৃত্যুতে মুষড়ে পড়েছেন সাংবাদিক ফজলুল বারী ও তাঁর পরিবারের সদস্যরা। সিডনীর বাংলাদেশ কমিউনিটিতে ও বিরাজ করছে শোকের ছায়া।

Translate »