Type to search

Lead Story রাজনীতি

টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে শোভাযাত্রার অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রদল। তবে অন্যান্য ইউনিটের ব্যানারে পৃথকভাবে রাজধানীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিছিল বের করেন।

বিএনপির এ কর্মসূচি ঘিরে শুক্রবার সকাল থেকেই নয়াপল্টন এলাকায় অবস্থান নেয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। নয়াপল্টনের বিভিন্ন অলিগলিতেও সতর্ক অবস্থান নেয় তারা। তাদের তৎপরতায় পূর্ব ঘোষিত রক্তদান কর্মসূচিও পণ্ড হয়ে যায়। সকালে রক্তদানের কর্মসূচি বাস্তবায়নে নয়াপল্টন এলাকায় অ্যাম্বুলেন্সসহ চিকিৎসকদের একটি দল আসার পর তাদের ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে, জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত করেন বিএনপি নেতাকর্মীরা। পরে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের অর্থনৈতিক অধিকার সম্পূর্ণ পর্যুদস্ত। এখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে লোপাট করে দেওয়া হয়েছে।

’মঈন খান আরও বলেন, ‘দেশ স্বাধীন হয়েছিল যে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র এখন মৃত। এটা শুধু বিএনপি কিংবা বাংলাদেশের মানুষের কথা নয়, সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের কথা। এর বাইরে মানবাধিকার প্রতিষ্ঠানগুলোও একই কথা বলছে। তারা বলেছে, বাংলাদেশ আজকে একদলীয় শাসনে পরিণত হয়েছে। এখানে মানুষের কথা বলা ও মৌলিক অধিকার নেই, ভোটের অধিকার নেই। গণতন্ত্রের অধিকার নেই।’

নির্বাচন-পরবর্তী পরিকল্পনা কিংবা আন্দোলন কেমন হবে– প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বাকশালের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এরশাদের সামরিক স্বৈরশাসনের অবসান ঘটিয়ে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আছেন তারেক রহমানের নেতৃত্বে। দেশের গণতন্ত্রকে আবার মেরে ফেলা হয়েছে। সেটাকে পুনরুজ্জীবিত করার যে লড়াই, সেই লড়াই চলছে এবং চলবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ। এ ছাড়া পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »