Type to search

Lead Story বাংলাদেশ সম্পাদকীয় ও মতামত

এই দায়ভার কার?

 

স্বপ্না গুলশান:

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মারা গেছেন্ ছোট্ট এক বাচ্চার ব্যাংক কর্মকর্তা মা দীপান্বিতা বিশ্বাস। গত বুধবার রাজধানীর মৌচাকে ফুটপাতে হেঁটে অফিসে যাবার সময় নির্মাণাধীন্ ভবন থেকে মাথায় ইট পড়লে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। ছোট এক শিশুকে মা হারা হতে হলো। অকালে জীবন দিতে হলো মেধাবী এক ব্যাংক কর্মকর্তার।

এই দায়ভার কার? ভবন নির্মাণ আইন ও তার সঠিক প্রয়োগ কি আছে বাংলাদেশে? এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। এটা একধরনের হত্যা। নির্মাণাধীন ভবনের মালিক ও নির্মাণ কাজে নিয়োজিত কনস্ট্রাকশন কোম্পানির অবহেলার কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

তাই নির্মাণাধীন ভবনের মালিক ও নির্মাণকাজে নিয়োজিত কনস্ট্রাকশন কোম্পানিকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। ভুক্তভোগী পরিবারকে দেয়া হোক উপযুক্ত ক্ষতিপরণ। ভবন নির্মাণকাজ চলাকালে আশপাশের পথচারী , যানবাহনসহ সংশ্লিষ্ট সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

স্বপ্না গুলশান, সম্পাদক, এবিসিবি নিউজ

Translate »