ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ: যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে পশ্চিমা কূটনীতিকদের দৌড়ঝাঁপ

গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন করে দৌড়ঝাঁপ শুরু করেছে পশ্চিমা কূটনীতিকরা। গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা হত্যার পর সংঘাত বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিকরা মধ্যপ্রাচ্যের একটি দ্বৈত কূটনীতিক সফর শুরু করেছেন। যদিও ফিলিস্তিনি উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের তিন মাস পর এসেও নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। রোববার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল পৃথকভাবে সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্য সফর করছেন। ব্লিংকেন গ্রিসে যাওয়ার আগে ইস্তাম্বুলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে ব্লিংকেন সংঘাত ছড়িয়ে পড়া রোধ, জিম্মিদের মুক্তি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ব্লিংকেন দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি নিশ্চিতে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি নিশ্চিত করে।
গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচক এরদোয়ান। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ওয়াশিংটনের কট্টর সমর্থনের কারণে নভেম্বরে ব্লিংকেনের আঙ্কারা সফরে তাঁর সঙ্গে বৈঠক এড়িয়ে গিয়েছিলেন তিনি। শনিবার ব্লিংকেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্লিংকেনের সঙ্গে বৈঠকে ফিদান ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের দিকে ইঙ্গিত করে বলেন, এটি সমগ্র অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহের স্থায়ী অনুমতি এবং যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্র সমাধান আলোচনার ওপর জোর দিয়েছেন।
এদিকে গত তিন মাসে ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় অন্তত ২২ হাজার ৮৩৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ হাজার ৬০০ জনই শিশু। রোববার তেল আবিবের বিমান হামলায় আলজাজিরার গাজা ব্যুরো চিফ ওয়ায়েল দাহদুহের ছেলেসহ ২ সাংবাদিক নিহত হয়েছেন।
এবিসিবি/এমআই