রোনালদোর ‘ফিফটি’র দিনে আল নাসরের বিশাল জয়

এক পঞ্জিকাবর্ষে ৫০ গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এ আর নতুন কি! বয়স ৩৮ হয়ে গেছে।
তারপরও গোলের পর গোল করে যাচ্ছেন তিনি। এমনকি টগবগে তরুণরা তার সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন।
বিরতির আগ দিয়ে আল নাসরের হয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে ও আব্দুলরহমান ঘারিব। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পেতে কিছুটা সময় লাগে আল নাসরের। তবে ৭৪ মিনিটে সেই ডেডলক ভাঙেন রোনালদো। ওতাভিওর সঙ্গে ওয়ান-টুর পর দারুণ এক শটে ২০২৩ সালে নিজের ৫০তম গোলটি করেন তিনি। এনিয়ে অষ্টমবারের মতো বছরে ৫০ বা এর অধিক গোল করেছেন এই ফরোয়ার্ড। সেই তালিকায় রোনালদোর চেয়ে উঁচুতেই আছেন তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের এই মাইলফলক ছুঁয়েছেন ৯ বার। এরপর দলের হয়ে বাকি গোলটি করেন মোহাম্মদ মারান।মাইলফলক স্পর্শের পর রোনালদো বলেন, ‘দুর্দান্ত জয়, ২০২৩ সালে আমি নিজের ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত। সতীর্থ, সমর্থক আর আমার পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এ বছর আরও কিছু গোল করার সুযোগ আছে।’
এবিসিবি/এমআই