সাতক্ষীরায় নতুন করে দুই চিকিৎসকসহ ১০ জন করোনায় আক্রান্ত, মোট জেলায় শনাক্ত ৯৫৭
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে দুই চিকিৎসক ও এক বিজিবি সদস্যসহ ১০ করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৫৭ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ জেলা থেকে মোট ৪ হাজার ৭৩৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষার ফলাফল সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯৫৭ জনের ফলাফল পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।