মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের সভাপতিত্বে এ সভায় অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের বিগত ১৯ আগস্ট ২০২০ এর সভার সিদ্ধান্ত মোতাবেক এবং জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ২৬ এর ৩ অনুচ্ছেদ বলে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী ০৪ ( চার) বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে জেলা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপূর্বক জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন সম্পন্ন হবে।
তৎপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী ০৪ (চার) বছর মেয়াদী কার্য্যনির্বাহী পরিষদের ০৪ চার জন সহ- সভাপতি, ০১ (এক) জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ০২ (দুই) জন যুগ্ম- সম্পাদক, ০১ (এক) জন কোষাধ্যক্ষ এবং ১৮ (আঠার) জন নির্বাহী সদস্য নির্বাচিত হবে, যার মধ্যে ২ (দুই)টি সদস্যপদ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের জন্য সংরক্ষিত এবং ০২ (দুই)টি সদস্যপদ মহিলা সদস্যের জন্য সংরক্ষিত থাকবে।
এ প্রস্তুতি সভায় জেলা ক্রীড়া সংস্থার আগামী নির্বাচনকে সামনে রেখে সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিভিন্ন দিক নির্দেশনা ও নির্বাচনের কার্য্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা- সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবল কবির খান বাপ্পি, ডাবলু, মনিরুজ্জামান কাকন, কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পি, ডেভিট, তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শাহিনুর রহমান, আব্দুল মান্নান, রুহুল আমিন, সুমন, মহাসিন হোসেন, আক্তার হোসেন, ফারহা দীবা সাথী, সৈকত, রিন্টু, রাসেল, তরিকুল, নান্টা, আব্দুর রশিদ, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হবি, এ্যাড. শাহিনসহ জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ প্রস্তুতি সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান খোকন।