Type to search

রাজনীতি

দুই মাসে ৩৩৮ মামলায় ১৩ হাজার নেতাকর্মী আসামি, বিএনপির দাবি

সারাদেশে গত ২ মাসে ৩৩৮টি মামলায় ১৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, এসব মামলায় এরই মধ্যে ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দলের এক হাজার ৭৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ পরিসংখ্যন তুলে ধরেন।

তিনি বলেন, দেশে গাঢ় অন্ধকার সময় চলছে। এত খারাপ সময়ে বাংলাদেশ আগে কখনও নিপতিত হয়নি। গত ১৫ বছর জনগণের মাথার ওপর বসে আছে চরম প্রতিহিংসাপরায়ণ, নিষ্ঠুর, বিকারগ্রস্ত, ধিকৃত কথন ও বিকৃত রুচির সরকার।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কড়া সমালোচনা করে রিজভী বলেন, ওই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা আগেভাগে ঘোষণা দিলেন যে তিনি খালেদা জিয়াকে হত্যা করবেন। এ কারণে মিথ্যা আইনি ব্যাখ্যা দিয়ে তাকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছেন না। তিনি ভয়াবহ কষ্ট দিয়ে তিলে তিলে খালেদা জিয়াকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছেন।

রিজভী বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে শেখ হাসিনার আওয়ামী সরকারকে পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। দেশের জনগণ গণভবনের প্রতিটা ইট খুলে প্রলয় সৃষ্টি করবে। তার এই বক্তব্য রাজনীতির ময়দানকে অনিষ্টকর ও বিপজ্জনক পরিণামের দিকে ঠেলে দিবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটে নিপতিত হয়েছে। এমন দেউলিয়া হয়ে গেছে যে, ওবায়দুল কাদের বলেছেন, ‘দিল্লি আছে আমরাও আছি। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে। এক সেলফি দিল্লিতে আর এক সেলফি নিউইয়র্কে।’ তার মানে তো পরিষ্কার, ভোটের আর দরকার নাই। বাংলাদেশের মানুষের আর দরকার নাই। অন্যের কাঁধে চড়ে বিনা ভোটে ক্ষমতায় থাকতে চান।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »